ধাওয়ান-উইলিয়ামসনের ব্যাটে রান বাড়াচ্ছে হায়দ্রাবাদ

ছবি:

ফিরোজ শাহ কোটলায় দিল্লির বিপক্ষে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বল হাতে দারুণ চমক দেখিয়েছেন। তবে, রিশাভ পান্টের ব্যাটিং তান্ডবে হায়দ্রাবাদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি গড়েছে দিল্লি ডেয়ার ডেভিলস।
এই বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। তারা দলীয় ১৫ রানেই ওপেনার হেলসের উইকেট হারায়। এই ইংলিশ তারকা ১৪ রান করে হার্শাল প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন।
তারপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দারুণ এক জুটি গড়েছেন ওপেনার শিখর ধাওয়ান। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫১ রান। ধাওয়ান ২২ ও উইলিয়ামসন ১৪ রান করে অপরাজিত আছেন।
এর আগে, টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা দিল্লির বিপক্ষে নিজের প্রথম ওভারেই ২ ওপেনার পৃথ্বী শ ও জেসন রয়কে সাজঘরে ফেরান সাকিব। দলীয় ২১ রানের মধ্যেই শ ৯ ও রয় ১১ রান করে আউট হয়ে ফিরেন। অধিনায়ক শ্রেয়াশ আইয়ারও উইকেটে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।

হার্শাল প্যাটেলকে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট। প্যাটেল ২৪ রান করে রান আউট হয়েছেন। তারপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন পান্ট।
শেষ দিকে ম্যাক্সওয়েল ৯ রান করে ফিরে গেলেও এই মারকুটে ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৭ ছক্কা আর ১৫ চারে এই রান করেছেন তিনি। আর তাতেই বড় পুঁজি পায় দিল্লি।
হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সাকিব, আর ১ টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তার নির্ধারিত ৪ ওভারে ২৭ রান খরচ করে শ আর রয়ের উইকেট নেন। দিল্লির বাকি দুই ব্যাটসম্যান হয়েছেন রান আউট।
দিল্লি ডেয়ারডেভিলস (একাদশ): পৃথ্বী শ, জেসন রয়, শ্রেয়াশ আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, লিয়াম প্লাংকেট, হর্ষাল প্যাটেল, অমিত মিশ্র, শাহবাজ নাদিম, ট্রেন্ট বোল্ট।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ): অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।