বোলিংয়ে সাকিব

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ৪২ তম ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই হাইভোল্টেজ ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ার। ফলে ফিল্ডিংয়ে নেমেছে হায়দ্রাবাদ।
দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকি আল হাসান।

দিল্লি ডেয়ারডেভিলস (একাদশ): পৃথ্বী শ, জেসন রায়, শ্রেয়াশ আয়ার (ওধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, লিম প্লাংকট, হর্ষাল প্যাটেল, অমিত মিশ্র, শাহবাজ নদীম, ট্রেন্ট বোল্ট।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ): অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।