মুস্তাফিজকে ছাড়াই জিতলো মুম্বাই

ছবি:

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাইরে রেখেই চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নেমেছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। আগের ছয় ম্যাচের ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে দলটি। আইপিএলে টিকে থাকতে হলে আর দুটির বেশি ম্যাচ হারা যাবে না মুম্বাইয়ের।
এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেই ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। অধিনায়ক রোহিত শর্মা ৩৩ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
তার সঙ্গী হার্দিক পান্ডিয়া ৮ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন। মাঝারি রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৬৯ রানের জুটি গড়েন সূর্য কুমার যাদভ ও এভিন লুইস। লুইস ৪৭ রান করে আউট হয়েছেন।
আর যাদবের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। চেন্নাইয়ের হয়ে ১ টি করে উইকেট নিয়েছেন হরভজন সিং ও ডুয়াইন ব্রাভো। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে সুরেশ রায়নার অপরাজিত ৭৫ রানে ভর করে লড়াকু পুঁজি গড়ে চেন্নাই।

আসরে রায়নার এটি দ্বিতীয় অর্ধশত রান। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে আম্বাতি রাইডু ও রায়না মিলে ৭১ রানের জুটি গড়োই। এরপর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে রায়না যোগ করেছেন ৪৬ রান।
ধোনি ২৬ রান করে ফিরে গেলেও রায়না ৪৭ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৭৫ রান করেন। রাইডু ৩৫ বলে ৪টি ছক্কা ও ২ চারে ৪৬ রান করেছেন। মুম্বাইয়ের হয়ে মিচেল ম্যাকক্লেনাঘান ও ক্রুনাল পান্ডিয়া সর্বাধিক ২টি করে উইকেট দখল করেছেন। ১ টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
মুম্বাই ইন্ডিয়ানস একাদশঃ
সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), জেপি ডুমিনি, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ।
চেন্নাই সুপার কিংস একাদশঃ
শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্রা সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির।