promotional_ad

আবারও লর্ডস মাতাতে চান তামিম

promotional_ad

বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন। এদের মধ্যে তামিম ইকবাল, নাসির হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ উল্লেখযোগ্য।


এদিকে টাইগার ওপেনার তামিম ইকবাল হাঁটুর ইনজুরিতে পিএসএলের ফাইনাল না খেলেই চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছিলেন। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ওপেনার।


 শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ইনজুরির সবশেষ অবস্থার কথা জানিয়েছেন তিনি। শুনিয়েছেন আশার কথা।  জুনে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে ১৩ মে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে টিম বাংলাদেশের। তার আগেই ফিট হয়ে যাবেন বলে বিশ্বাস তামিমের।



promotional_ad

এই প্রসঙ্গে তামিম বলেছেন, ‘অনেকদিন ধরে রিহ্যাব চলছে। আজ রানিং সেশন শুরু হলো। চার-পাঁচটা রানিং সেশনের পর বুঝতে পারবো। রানিংয়ের গতি যখন বাড়াবো তখন বলতে পারব ব্যথা আছে কি নেই। আশা করি ১৩ তারিখ ক্যাম্প শুরুর আগে ফিট হয়ে যাবো।’


এদিকে ৩১ মে ইংল্যান্ডের ??তিহাসিক লর্ডস স্টেডিয়ামে ইন্ডিজ একাদশের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। সেই ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তামিমের। তামিম ছাড়াও বিশ্ব একাদশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।


হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়াম সংস্কারের জন্য তহবিল সংগ্রহে এই ম্যাচের উদ্যোগ নিয়েছে আইসিসি। এই ম্যাচটিকে বড় সম্মানের বলেই মনে করেন তামিম। তাছাড়া ম্যাচটি বেশ কিছু দিন মনে রাখার মতো বলেও বিশ্বাস তার।



তামিমের মতে, ‘আমাদের সবার জন্য গর্বের ব্যাপার হবে এটা। সাধারণত টিভিতে দেখেছি লর্ডসে বিশ্ব একাদশের খেলা হচ্ছে। এখন বাংলাদেশ থেকে দুজন সেখানে প্রতিনিধিত্ব করবে। এটা বড় ব্যাপার। চেষ্টা থাকবে ভালো খেলা, মনে রাখার মতো ম্যাচ খেলা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball