আবারও লর্ডস মাতাতে চান তামিম

ছবি:

বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন। এদের মধ্যে তামিম ইকবাল, নাসির হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ উল্লেখযোগ্য।
এদিকে টাইগার ওপেনার তামিম ইকবাল হাঁটুর ইনজুরিতে পিএসএলের ফাইনাল না খেলেই চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছিলেন। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ওপেনার।
শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ইনজুরির সবশেষ অবস্থার কথা জানিয়েছেন তিনি। শুনিয়েছেন আশার কথা। জুনে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে ১৩ মে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে টিম বাংলাদেশের। তার আগেই ফিট হয়ে যাবেন বলে বিশ্বাস তামিমের।

এই প্রসঙ্গে তামিম বলেছেন, ‘অনেকদিন ধরে রিহ্যাব চলছে। আজ রানিং সেশন শুরু হলো। চার-পাঁচটা রানিং সেশনের পর বুঝতে পারবো। রানিংয়ের গতি যখন বাড়াবো তখন বলতে পারব ব্যথা আছে কি নেই। আশা করি ১৩ তারিখ ক্যাম্প শুরুর আগে ফিট হয়ে যাবো।’
এদিকে ৩১ মে ইংল্যান্ডের ??তিহাসিক লর্ডস স্টেডিয়ামে ইন্ডিজ একাদশের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। সেই ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তামিমের। তামিম ছাড়াও বিশ্ব একাদশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়াম সংস্কারের জন্য তহবিল সংগ্রহে এই ম্যাচের উদ্যোগ নিয়েছে আইসিসি। এই ম্যাচটিকে বড় সম্মানের বলেই মনে করেন তামিম। তাছাড়া ম্যাচটি বেশ কিছু দিন মনে রাখার মতো বলেও বিশ্বাস তার।
তামিমের মতে, ‘আমাদের সবার জন্য গর্বের ব্যাপার হবে এটা। সাধারণত টিভিতে দেখেছি লর্ডসে বিশ্ব একাদশের খেলা হচ্ছে। এখন বাংলাদেশ থেকে দুজন সেখানে প্রতিনিধিত্ব করবে। এটা বড় ব্যাপার। চেষ্টা থাকবে ভালো খেলা, মনে রাখার মতো ম্যাচ খেলা।’