promotional_ad

দূর্ঘটনার কবলে তাসকিন

promotional_ad

টাইগার পেসার তাসকিন আহমেদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ইনজুরির কারণে বিসিএলের শেষ রাউন্ডে খেলা হয়নি। এর কদিন আগেই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি।


এরই মধ্যে শনিবার বিকেলে ঢাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। অবশ্য গুরুতর কিছু হয়নি। হাত-পায়ে অল্প খানিকটা ব্যথা, চামড়া ছড়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি তার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে একটি ছবি দিয়ে এই দূর্ঘটনার কথা জানিয়েছেন তিনি।



promotional_ad

তাসকিন জানিয়েছেন, বন্ধুকে নিয়ে রিকশাযোগে কোথাও যাচ্ছিলেন। পেছন থেকে এসে একটি প্রাইভেটকার ধাক্কা দেয় তাসকিনদের বহনকারী রিকশাকে। তাসকিন ও তার বন্ধু দুজনেই পড়ে যান। দূর্ঘটনার কারণে তাসকিনদের বহনকারী রিকশার একটি চাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।


তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। আমি ও জনি দুজনেই রিকশাওয়ালার উপরে পড়ে যাই। তাই বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হালকা-পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি। সবগুলোই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ, এটা আমার বিশ্বাস।’



এদিকে বেশ কিছুদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন তাসকিন। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এবার দূর্ঘটনার কবলে পড়লেন তাসকিন। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় অল্পের মধ্য দিয়ে বেঁচে গেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball