তামিমের বিশ্বকাপ ভাবনা

ছবি:

দুদিন আগে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের ক্ষণগণনা তাই শুরু হয়েই গেছে। এবারের বিশ্বকাপের ফরম্যাটেও এসেছে পরিবর্তন।প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। অনেক হিসাব নিকাশের পর গ্রুপিং বাদ দিয়ে ১৯৯২ বিশ্বকাপের ফরম্যাটে ফিরে এসেছে আইসিসি।
আসন্ন এই বিশ্বকাপে প্রতিটি দলের বিপক্ষে খেলার সুযোগ হওয়ায় দারুণ রোমাঞ্চিত টাইগার ওপেনার তামিম ইকবাল। শিরোপা জয়ের লক্ষ্য থাকলে দলগুলোকে পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলতে হবে বলে মনে করেন তিনি।
তামিমের ভাষ্যমতে, “ব্যক্তিগতভাবে খুবই রোমাঞ্চিত। একটা টুর্নামেন্টে সবার সঙ্গে খেলা, এই সুযোগ আমরা পাব। এটা এমন ফরম্যাট, যদি কোনো দল শিরোপা জিততে চায় পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের ভালো খেলতে হবে।”

বিশ্বকাপের সবশেষ আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। এবার কোয়ার্টার ফাইনালই নেই। তামিম জানিয়েছেন গ্রুপ পর্ব থাকলে দুই এক ম্যাচে জিতলেই কোয়ালিফাই করা সম্ভব ছিল। এবার,সেমি ফাইনালে যেতে ৫-৬ টা ম্যাচে জিততে হবে। ব্যাপারটিকে বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে তামিম বলেছেন, “ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। আমি খেলতে উন্মুখ। গ্রুপ থাকলে এক-দুইটা ম্যাচ জিতলেও হয়তো কোয়ালিফাই করা সম্ভব। কিন্তু এখানে হয়তো কোয়ালিফাই করতে ৫-৬টা ম্যাচ জিততে হবে। লম্বা সময় ভালো খেলতে হবে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের জন্য।”
বিশ্বকাপ শুরু হতে এখনও এক বছরের বেশি সময় বাকি। এর আগেই নিজেদের প্রস্তুত দেখতে চান তামিম। সামনেই বাংলাদেশ দলের ব্যস্ত সিরিজ সূচি। এই সিরিজগুলোতে ভালো করলে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া যাবে বলে বিশ্বাস তামিমের, “এই সময়ে যে সিরিজগুলো আছে, আমরা যদি ভালো খেলি, সিরিজ যদি জিতি তবে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যাবে।”
তবে, এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে মরিয়া তামিম, “এক বছরের পরের চিন্তা এখন না করাই ভালো। তার আগে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আছে। এগুলোয় মনোযোগী থাকা ভালো। হ্যাঁ, বিশ্বকাপে যাব ভালো করব- এটা সবাই চাই। এখনই বিশ্বকাপ নিয়ে কথা বলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।”