মুম্বাইয়ের একাদশে দুই পরিবর্তন

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২৭তম ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। ইতি মধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।
আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো একদশ থেকে বাদ পড়েছেন টাইগার পেস তারকা মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ছাড়াও একাদশ থেকে বাদ পড়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড।
পোলার্ডের বিপক্ষে চেন্নাইয়ের বিপক্ষে এই ম্যাচে খেলছেন প্রোটিয়া তারকা জেপি ডুমিনি। আর মুস্তাফিজের বদলে দলে সুযোগ পেয়েছেন বেন কাটিং। আইপিএলের এভারের আসরে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

তবে, বল হাতে ডেথ ওভারে বেশ কয়েকটি ম্যাচে মুম্বাই অধিনায়ককে হতাশ করেছেন এই টাইগার তারকা ফলে এই ম্যাচের একাদশ থেকে বাদ দেয়া হয়েছে তাকে। দলের সপ্তম ম্যাচে এসে মুস্তাফিজের উপর আস্থা হারিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত।
মুম্বাই ইন্ডিয়ানস (একাদশ): সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), জেপি ডুমিনি, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ।
চেন্নাই সুপার কিং (একাদশ): শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্রা সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির।