টসে জিতে বোলিংয়ে মুস্তাফিজরা

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২৭তম ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। ইতি মধ্???ে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।
মুম্বাই ইন্ডিয়ান্স :

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, কিয়েরন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, সূর্যকুমার যাদব, বেন কাটিং, মোস্তাফিজুর রহমান, রাহুল চাহার, প্রদিপ সাংওয়ান, জেসন বেহরেনডোর্ফ, জেপি ডুমিনি, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, আকিলা ধনঞ্জয়া, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।
চেন্নাই সুপার কিংস :
মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, ফ্যাফ ডু প্লেসি, হরভজন সিংহ, ডুয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, কেদার যাদব, অম্বতি রাইডু, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, জগদেশন নারায়ন, মিচেল সান্টনার, দ্বিপক চাহার, আসিফ কে এম, লুঙ্গি এনগিদি, ধ্রুব সোরে, কনিষ্ক শেঠ, মুরালি বিজয়, মার্ক উড, ক্ষিতিজ শর্মা, মনু সিং, চৈতন্য বিষনৈ।