ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ালো নয়া দিল্লি

ছবি:

টুর্নামেন্টের মাঝপথে গৌতম গম্ভীরের মত সফল অধিনায়কের সরে দাঁড়ানো দিল্লি ডেয়ারডেভিলসের জন্য ভালো খবর ছিল না। তার উপর দায়িত্ব ছাড়া ঘরের ছেলে গৌতমকে একাদশের বাইরে রেখে খেলতে নামাও সহজ সিদ্ধান্ত হওয়ার কথা না।
কিন্তু তবুও নতুন ও অপরীক্ষিত কাপ্তান শ্রেয়াস আইয়ারের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় সংগ্রহ গড়ে দিল্লি ডেয়ারডেভিলস। এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানে থেমেছে কলকাতার ইনিংস। ফলে ৫০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দীনেশ কার্তিকের দলটিকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার কলিন মুনরো ও পার্থিভ শোর ব্যাটে দারুণ শুরু পায় দিল্লি। মুনরো ৩৩ রান করে ফিরে গেলেও। ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করেছেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা শো।

৪৪ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬২ রান করেন তিনি। পরে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন শ্রেয়াস আইয়ার। দিল্লি অধিনায়ক শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৯৩ রানে। ৪০ বলের দানবীয় ইনিংসে ৩টি বাউন্ডারির সঙ্গে ১০টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আর তাতেই মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় পুঁজি পায় দিল্লি। কলকাতার হয়ে ১ টি করে উইকেট নিয়েছেন পীযুষ চাওলা, শিভাম মোভি ও আন্দ্রে রাসেল। এই বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কলকাতা।
ওপেনার সুনীল নারিনের ২৬, শুভম গিলের ৩৭ ও আন্দ্রে রাসেলের ৪৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির হয়ে ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, আভেশ খান ও আমিত মিশ্র নেন ২ টি করে উইকেট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে এটি দিল্লির দ্বিতীয় জয়। ৭ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে তারা। তাদের নীচে রয়েছে কেবল ৬ ম্যাচ খেলে ১ জয় পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স।