টাইগারদের ওপর আস্থা নেই পাপনের?

ছবি:

গতকাল ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের এই বৈশ্বিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়বে।
আসন্ন আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে বড় স্বপ্ন দেখতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনাল শেষে তিনি এই মন্তব্য করেছেন। বাংলাদেশ দল এখনও বিশ্বকাপের জন্য প্রস্তুত নয় বলেও মনে করেন তিনি।
নাজমুল হাসান বলেছেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত ভালো করবে, এটা বলা কঠিন। এখন বাংলাদেশ ভালো খেলছে। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক দলই ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার—ভালো খেলোয়াড় আর ভালো দল। ভালো খেলোয়াড় আছে কিন্তু আমাদের পুরো দল এখনো প্রস্তুত নয়। সেদিক দিয়ে অনেক পিছিয়ে আছি অনেক দল থেকে।’

বিশ্বকাপটা যেহেতু ইংল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে তাই টাইগারদের নিয়ে আশাবাদী হতে পারছেন না তিনি। গত কয়েক বছরে টাইগারদের যে সাফল্য এসেছে এর সবগুলোই উপমহাদেশের মাটিতে। তাই ইংল্যান্ডের মাটিতে টাইগারদের পারফরমেন্স নিয়ে সন্দিহান পাপন।
তিনি জনিয়েছেন, ‘আমাদের বেশির ভাগ সাফল্য দেশে বা উপমহাদেশে। উপমহাদেশের বাইরে খুব বেশি সাফল্য পাইনি। যেহেতু বিশ্বকাপটা উপমহাদেশের বাইরে, কী করা উচিত আমরা জানি, চেষ্টা করব। তবে সাফল্য নির্ভর করছে আমাদের ছেলেরা কেমন করছে আর প্রতিপক্ষ কেমন করছে সেটির ওপর। এটা একদিনের খেলা। যেদিন যে ভালো খেলবে সে জিতবে। তবে বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে।’
এদিকে বেশ কিছুদিন ধরেই কোচ ছাড়াই খেলছে বাংলাদেশ দল। নাজমুল হাসান নিশ্চিত করেছেন কোচ নিয়োগের ব্যাপারে অগ্রগতি হয়েছে, ‘কোচের ব্যাপারে অবশ্যই অগ্রগতি হয়েছে। চুক্তিপত্র সই হয়ে হাতে না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আশা করি হয়ে যাবে। ওটা (চুক্তিপত্র) হাতে পেলেই হয়ে যাবে।’