ফিট থাকলেই টেস্টের জন্য বিবেচিত হবেন মাশরাফি

ছবি:

সাদা পোষাকের ক্রিকেটে টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্স চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য। এদিকে, আক্ষেপ বাড়িয়ে চলেছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সব শেষ আসরে ৩৯ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারী হয়েছেন তিনি। এদিকে, মাশরাফিও টেস্ট ক্রিকেটে ফেরার ইচ্ছাটা অনেকদিন আগে থেকেই জানিয়ে আসছিলেন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন মাশরাফি ফিট থাকলেই কেবল তাকে বিবেচনা করা হবে টেস্টের জন্য।
শুক্রবার (২৭ এপ্রিল) মিরপুর সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শেষে তিনি এ কথা বলেন। পাপন বলেছেন, "মাশরাফি ফিট থাকলে টেস্ট ক্রিকেটে তাকে বিবেচনা করা হবে।"

জাতীয় দলের হয়ে সাদা পোষাকে দীর্ঘদিন নির্বাসিত থাকলেও সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার দক্ষিণাঞ্চলের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের এই ওয়ানডে অধিনায়ক।
মাশরাফি অবশ্য জানিয়েছেন, টেস্টে প্রত্যাবর্তানের জন্য নয় নিজেকে ফিট রাখার জন্যই বিসিএল খেলেছেন তিনি, "কোন বিশেষ উদ্দেশ্য নয়, আমি আসলে নিজেকে ফিট রাখার জন্য খেলছি। প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে অনেকে আগেই। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক খেলাও নেই। ম্যাচ অনুশীলন খুব জরুরি। তাই বিসিএলে খেলছি। নিজেকে ধরে রাখাই মূল উদ্দেশ্য।"
উল্লেখ্য, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তারপর ফিটনেস জনিত কারণে আর সাদা পোষাকে মাঠে নামা হয়নি এই দেশসেরা পেসারের।