সাকিবদের একাদশে পরিবর্তন চান ফকনার
ছবি:

সানরাইজার্স হায়দ্রবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার আজকের ম্যাচের আগে এক আলোচনা অনুষ্ঠানে হায়দ্রাবাদের সেরা একাদশ নির্বাচন করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার।
ফকনারের নির্বাচিত সেই একাদশে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরো আছেন আফগান স্পিনার রশিদ খান, অজি পেসার বিলি স্ট্যানলেক এবং অধিনায়ক কেন উইলিয়ামসন।
ওপেনার হিসেবে ফকনার উলিয়ামসনের সাথে নির্বাচিত ???রেছেন ভারতীয় রিকি ভুইকে। কেননা এখন পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি ওপেনার শিখর ধাওয়ান। এদিকে একাদশে সাকিব আল হাসানকে রাখা হয়েছে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে।

এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে দলটিতে আরো আছেন মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, দীপক হুদারা। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকে।
ফকনার একাদশের বাইরে রেখেছেন পেসার ভুবনেশ্বর কুমারকেও। ইনজুরির কারণে তিনিও আজকের ম্যাচের অনিশ্চিত। ভুবনেশ্বরের পরিবর্তে ফকনারের পছন্দ সন্দ্বীপ শর্মাকে।
সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য ফকনারের সেরা একাদশ-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), রিকি ভুই, মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, দীপক হুদা, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, রশিদ খান, বিলি স্ট্যানলেক, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কউল।