promotional_ad

ইনজুরির মিছিল লম্বা করলেন মাহমুদুল্লাহ

promotional_ad

ইনজুরি যেন পিছু ছাড়ছেই না ক্রিকেটারদের। ইনজুরি আক্রান্তদের তালিকাদের মধ্যে এতদিন ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, তাসকিন আহমেদ, তামিম ইকবালরা। এবার সেই তালিকায় যুক্ত হলো আরো একটি নাম। 


জানা গেছে গোড়ালির চোটের কারণে চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ড থেকে ছিটকে পড়তে হয়েছে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। বেশ অনেক দিন থেকেই এই গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন রিয়াদ। 


কিন্তু সেই চোট নিয়েই খেলে গিয়েছেন তিনি। এবার সেই ফলই হাতেনাতে পেতে হচ্ছে তাঁকে। তবে বিসিএল থেকে ছিটকে গেলেও আশা করা যাচ্ছে জুনে অনুষ্ঠিতব্য আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন মাহমুদুল্লাহ। 



promotional_ad

এই সিরিজ দুটিকয়ে সামনে রেখে ১৩ই মে থেকে শুরু হতে যাওয়া টাইগারদের অনুশীলন ক্যাম্পেও থাকতে পারেন তিনি। এমনটাই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেন,  


'ওর গোড়ালির ব্যথাটা পুরোনো। তবে ম্যানেজ করে চলছিল। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেও ব্যথা সামলে খেলেছে। বিসিএলের সবশেষ রাউন্ডে খেলার সময় ব্যথা অসহনীয় হয়ে ওঠে। আপাতত একটি ইনজেকশন দেওয়া হয়েছে আর বিশ্রামে আছে। অল্প সময়েই ঠিক হয়ে যাবে বলে আশা করি। ক্যাম্পের শুরু থেকেই থাকবে।'


এদিকে মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই মাহমুদুল্লাহকে পরিপূর্ণ বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেবাশীষ। বিশেষ করে তাঁকে আগামী ৮-১০ মাস টানা খেলানোটাই মূল লক্ষ্য বিসিবির। বিসিবির এই চিকিৎসক বললেন,    



'ব্যথাটা যেন আরও বাজে না হয়ে যায়, সেজন্যই আমরা বিশ্রামের পরামর্শ দিয়েছি। সামনে আমাদের ব্যস্ত মৌসুম। মাহমুদউল্লাহ আমাদেরকে বলেছেন যেন আগামী ৮-১০ মাস টানা নির্বিঘ্নে খেলতে পারে, সেটির ব্যবস্থা নিতে। আমরা সেভাবেই পরামর্শ দিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball