দারুণ শুরু মুস্তাফিজের

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২১ তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে মাত্র ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলে এই লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ওপেনার সূর্যকুমার যাদভ।
এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার রাহুল ত্রিপাঠি ও আজিঙ্কা রাহানে। দলীয় ১৪ রানে ওপেনার ত্রিপাঠির উইকেট হারায় রাজস্থান। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই ৭ রান করা ত্রিপাঠিকে মিড অনে যাদভের ক্যাচ বানিয়ে আউট করেছেন ক্রুনাল পান্ডিয়া।
দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর। সেই ওভারে মাত্র ৬ রান খরচ করেছেন এই পেসার।
এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধন্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। এরপর ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার এভিন লুইসের উইকেট হারায় মুম্বাই। তিনি কুলকারনির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

দ্বিতীয় উইকেট জুটিতে ১৩০ রান যোগ করেন সূর্যকুমার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশান। ইশান ৫৮ রান করে কুলকারনির দ্বিতীয় শিকার হয়েছেন উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে।
৭২ রান করে যাদভ হয়েছেন উনাদকাটের শিকার। অধিনায়ক রোহিত শর্মা কোনো রান না করেই রান আউট হয়ে মাঠ ছেড়েছেন। ক্রুনাল পান্ডিয়া ৭ রান করে জফরা আর্চারের বলে লং অনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে।
একই ওভারে হার্দিক মাত্র ৪ রান করে আউট হয়েছেন আর্চারের বলে বোল্ড হয়ে। এর পরের বলেই ম্যাকক্লেনাগানকে বোল্ড করে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু এই ওভারের শেষ বলটি বেশ ভালোভাবেই মোকাবেলা করেন মারকান্দে।
শেষ পর্যন্ত কাইরন পোলার্ড ২২ ও মারকান্দে কোনো রান না করে অপরাজিত থাকলে লড়াইয়ের পুঁজি পায় মুম্বাই। নির্দিষ্ট ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান।
রাজস্থান রয়্যালস(একাদশ): আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠী, কৃষ্ণপ্পা গৌতম, জফ্রা আর্চার, ধাওয়াল কুলকার্নি, শ্রীরাজ গোপাল, জয়দেব উনাদকাট।
মুম্বাই ইন্ডিয়ান্স (একাদশ): সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্রুল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্ডিক পান্ডিয়া, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।