বোলিংয়ে সাকিবদের দল
ছবি:

আইপিএল-১১ এর ২০ তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল।
এরই মধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিবদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
এদিকে আজকের ম্যাচে বল হাতে আর মাত্র একটি উইকেট পেলেই ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন টাইগার অলরাউন্ডার সাকিব।
শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি হিসেবে আজ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর পাশে জায়গা করে নেয়ারও সুযোগ থাকছে সাকিবের সামনে।

এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে চার হাজার রানের পাশাপাশি বল হাতে ৩০০ উইকেট শিকারের রেকর্ডে নাম রয়েছে শুধুমাত্র ব্রাভোর।
নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারে ৩৭৯ টি ম্যাচে ৫৬০৭ রান করা ছাড়াও ব্রাভোর উইকেট সংখ্যা ৪১৬টি।
অপরদিকে ২৫৮ ম্যাচে ২৯৯ টি উইকেট শিকার করেছেন সাকিব এবং ব্যাট হাতে তাঁর সংগ্রহ ৪০৪৩ রান।
এই রেকর্ডটি ছাড়াও আর একটি উইকেট পেলে টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়া বোলারদের তালিকার পাঁচেও জায়গা করে নিতে পারবেন সাকিব।
সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), তন্ময় আগারওয়াল, খলিল আহমেদ, বাসিল থাম্পি, রিকি ভুই, বিপুল শর্মা, কার্লোস ব্র্যাথওয়েট, শিখর ধাওয়ান, শ্রীভাস্ত গোস্বামী (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, মেহেদী হাসান, দীপক হুদা, ক্রিস জর্ডান, সিদ্ধার্থ কাউল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী, থাঙ্গারাসু নাটারাজান, মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শচীন বেবি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সন্দ্বীপ শর্মা, সাকিব আল হাসান, বিলি স্ট্যানলেক।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড-
কেএম আসিফ, চৈতন্য বিষ্ণই, স্যাম বিলিংস, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, হরভজন সিং, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, নারায়ন জগদিসান, কেএস শর্মা, মনু কুমার, লুঙ্গি এনগিদি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু,কানিশক শেঠ, করণ শর্মা, ধ্রুব সোরে, শার্দূল ঠাকুর, শেন ওয়াটসন, মুরলি বিজয়, ডেভিড উইলি, মার্ক উড।