ভিলিয়ার্স ঝড়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৯ তম ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লির দেয়া ১৭৫ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা।
বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে অপরাজিত ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ করেই আউট হয়ে যান বেঙ্গালুরুর ওপেনার মানান বোহরা। ১৮ রান করে রান আউট হয়ে ফিরেছেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।
বেঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি ফিরেছেন ৩০ রান করে। কোরি এন্ডারসন আউট হয়েছেন ১৫ রান করে। এরপর বাকি সময়টা মানদীপ সিংকে সঙ্গে নিয়ে দেখে শুনে কাটিয়ে দিয়েছে ভিলিয়ার্স। এই দুজনে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ভিলিয়ার্স ৯০ রান ও মানদীপ ১৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

দিল্লির হয়ে ১ টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, মেক্সওয়েল ও হার্শা প্যাটেল। এর আগে ঘরের মাঠ চিন্নাস্বামীতে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে সক্ষম হয় গৌতম গম্ভীরের দল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রান করেই সাজঘরে ফেরেন দিল্লির অধিনায়ক গৌতম গম্ভির। তারপর মাত্র ৫ রান করে আউট হয়েছেন জেসন রয়। তৃতীয় উইকেট জুটিতে ৭৫ রান যোগ করেন স্রেয়াশ আয়ার এবং রিশাভ পন্ট। ৪৮ বলে ৬ বাউন্ডারি আর ৭ ছক্কায় ৮৫ রান করেন রিশাভ পন্ট।
৩১ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫২ রান করেন স্রেয়াশ আয়ার। গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়েছেন মাত্র ৪ রান করে। শেষ পর্যন্ত রাহুল তেওয়াতিয়া ১৩ ও ক্রিস মরিস কোনো রান না করেই অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে লড়াইয়ের পুঁজি পায় দিল্লি।
বেঙ্গালুরুর হয়ে ২ টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্রা চাহাল, ১ টি করে উইকেট দখল করেছেন উমেশ যাদভ, ওয়াশিংটন সুন্দর ও কোরি এন্ডারসন।