মুস্তাফিজ হতে চান তরুণ শরিফুল

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের সবশেষ আসরে দুর্দান্ত খেলেছেন তরুণ টাইগার পেসার শরিফুল ইসলাম। সেই পারফরমেন্স ধরে রেখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগেও। হালকা পাতলা গড়নের পেসার মাত্র ১৬ বছর বয়সেই নজর কেড়েছেন দুর্দান্ত পেস বোলিংয়ে।
উচ্চতা ৬ ফুট তিন ইঞ্চি। সেটাই কাজে লাগাচ্ছেন বল হাতে। দুর্দান্ত গতির সাথে বাউন্স দিতে ভালোবাসেন এই তরুণ। প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলেননি শরিফুল সরাসরি প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পেয়েছে। সেই সুযোগ হেলায় হারাতে দেননি। বল হাতে প্রতিটি ম্যাচেই রেখেছেন প্রতিভার সাক্ষর।
ফিট থেকে খেলাটা চালিয়ে যেতে চান অনেকদিন, 'ছোট থেকেই পেস বোলার হওয়ার ইচ্ছা। ইচ্ছা ছিলো যে, ক্রিকেট খেললে পেস বোলার হবো। আমার উচ্চতাটাও আল্লাহ'র রহমতে ভালো। এখন ডিসিপ্লিনের মধ্যে থাকলে আশা করছি ফিটনেস ভালো থাকবে এবং ইনজুরিও আসবে না।'

শরিফুলের প্রশংসা এখন চারদিকে। পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকে এই তরুণের বোলিং দেখে অবাক হয়েছেন। শরিফুলের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন সাবেক দুই টাইগার অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদ। তাদের পরামর্শ মেনেই এগিয়ে যেতে চান এই পেসার।
শরিফুল বলেছেন, 'আমি তো নতুন। আমাকে দেখে উনি (চাম্পাকা) অবাক হয়ে গিয়েছিলেন যে, নতুনদের মধ্যে এমন ভালো পেস বোলার আছে। উনি অনেক কিছু শিখিয়েছেন। আরও অনেক কিছু শিখবো উনার কাছ থেকে ইনশাল্লাহ। এছাড়া সবাই খুব টেক কেয়ার করে। তারা বলে, ভালো করতে হবে, অনেক দূর যেতে হবে।'
অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক তার আদর্শ। তবে টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের মতো হতে চান তিনি। স্বপ্ন দেখেন লাল সবুজ জার্সি গায়ে বিশ্ব মাতানোর। 'আমি ফলো করি স্টার্ককে তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ভাই'র মতো হতে ইচ্ছা করে।'