কোচের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে টাইগারদের

ছবি:

চান্ডিকা হাথুরুসিংহের বিদায়ের ছয় মাস পরেও নতুন কোচ পায়নি বাংলাদেশ দল। বেশ কয়েকজন কোচের সাথে আলাপ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না বিসিবি। আগামী এক দুই মাসের মধ্যে কোচ চূড়ান্ত হবে বলে বিশ্বাস বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জালাল ইউনুস বলেছেন, ‘এবার একটু সময় লাগছে। যত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাড়ছে, বেশির ভাগ কোচ ওইদিকে ঝুঁকে যাচ্ছে। কম সময়ে অনেক লাভ, দীর্ঘ মেয়াদে এখানে কেউ আসতে চাই না। এ কারণে সময় লাগছে। সভাপতি বলেছেন, আগামী এক-দুই মাসের মধ্যে হয়ে যাবে।’
এর আগেও দ্রুতই কোচ নিয়োগের আশ্বাস দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। তবে তা প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। কদিন আগেই বিসিবির এক কর্মকর্তা জানিয়েছিলেন আগামী মাসের মধ্যেই নতুন কোচ নিয়োগ হবে। তবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।

চার-পাচঁজন বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী হলেও আরও ভালোর খোঁজে বিসিবি। তাই একটু দেরি হচ্ছে নতুন কোচ নিয়োগে। বিসিবি এমন একজন কোচ চাইছে যিনি দীর্ঘ সময় বাংলাদেশ দলের সাথে কাজ করবেন। অন্তত দুই বছরের জন্য কাউকে দায়িত্ব দিতে চায় বিসিবি।
এই প্রসঙ্গে জালাল ইউনুসের ভাষ্য, ‘আমরা যে রকম কোচ চাচ্ছি, সেটা পাচ্ছি না। এটাই সমস্যা। চার-পাঁচজন কোচ আছে, যারা প্রধান কোচ হতে আগ্রহী। কিন্তু “আরও ভালো চাই” এমন চিন্তায় অপেক্ষা করছি। যাকে আনব, তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দিতে চাই। এক বছর বা ছয় মাসের জন্য তো সে কোচ হবে না। অন্তত দুই বছরের দায়িত্ব দিতে হবে।’
নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত প্রধাণ কোচের দায়িত্ব পালন করা কোর্টনি ওয়ালশকে দীর্ঘ মেয়াদে কোচের দায়িত্ব দেয়ার কথাও উড়িয়ে দিয়েছেন জালাল ইউনুস, একজন আইকন। তাঁকে দীর্ঘ মেয়াদে দিতে চাচ্ছি না আমরা, তিনিও সেটা ভালো করেই জানেন। বোলিংয়ে পারদর্শী এমন নয়, অলরাউন্ডার বা ব্যাটিং পারদর্শী কোচ হলে ভালো হয়।’
জানুয়ারিতে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন খালেদ মাহমুদ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ব্যর্থতায় দায়িত্ব তো ছেড়েছেনই, ভীষণ সমালোচিত হওয়ায় রেগেমেগে ঘোষণা দেন, বাংলাদেশের ক্রিকেটে আর থাকতে চান না! নিদাহাস ট্রফিতে তিনি তাইগারদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামনে তাকে কি ভূমিকায় দেখা যাবে এই বিষয়ে সঠিক ধারণা দিতে পারেননি মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘নিদাহাস ট্রফিতে তাঁকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর আর দলের কোনো দায়িত্বে নেই তিনি। দায়িত্ব দিলে আনুষ্ঠানিকভাবে দিতে হবে। ঘোষণা ক্রিকেট বোর্ড থেকেই আসবে।’