জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে ব্যাঙ্গালুরু-দিল্লী

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) টেবিলের তলানীতে আছে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং গৌতম গম্ভীরের দিল্লী ডেয়ারডেভিলস। আর টেবিলের তলানীতে থাকা দু'দল মাঠে নামছে শনিবার।
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ব্যাঙ্গালুরুর মাঠে মুখোমুখি হবে দু'দল। দু'দলের সামনেই সুযোগ রয়েছে আজ জিতে টেবিলের পঞ্চম স্থানে উঠে আসার।
২০১১ সালের পর এখন পর্যন্ত মোট ১২ বারের দেখায় ১১বারই জিতেছে ভিরাট কোহলির দল। তাই আজকের ম্যাচেও তাদের পাল্লাটাই ভারী থাকবে।

তবে ছেড়ে খেলতে চাইবেনা গৌতম গম্ভীরের দল। ক্রিস মরিস-জেসন রয়রা জ্বলে উঠলে আজকের ম্যাচে শেষ হাসি তারাই হাসতে পারে।
অন্যদিকে একাদশে দুএকটি পরিবর্তন আসতে পারে দুই দলেই। বিশেষ করে ব্যাঙ্গালুরুর একাদশে একজন বাড়তি ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। তবে দিল্লীর একাদশে পরিবর্তন আসবে নাকি সেটা নিশ্চিত নয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, সরফরাজ খান, কোরি এন্ডারসন / কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল
দিল্লি ডেয়ারডেভিলসের সম্ভাব্য একাদশঃ গৌতম গম্ভীর (অধিনায়ক), জেসন রয়, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ট (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শংকর, ক্রিস মরিস, রাহুল তায়াতিয়া, মোহাম্মদ শামি, শাহবাজ নাদীম, ট্রেন্ট বোল্ট