অর্থের লোভ ডুবাচ্ছে অস্ট্রেলিয়াকে

ছবি:

ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ক্ষোভ ঝেড়েছেন তিনি।
টুইটারে এক টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কেউই অস্ট্রেলিয়ার ক্রিকেটের কথা ভাবছে না। তারা নাকি শুধু নিজেদের লাভের দিকটাই দেখে যাচ্ছেন। তিনি বলেন,
'অস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে সমান পার্টনারশিপ থাকা প্রয়োজন। তাহলেই সবার অবস্থান সমান থাকবে। সবসময় যে মতৈক্য আসবে তা নয়।

কিন্তু উভয় দলের মনোভাব যদি থাকে নিজেদের জন্য নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য যা ভালো তা করবে- তাহলেই ক্রিকেট ও ভক্তরা খুশি থাকবে।'
আসন্ন বিগ ব্যাশ লীগে আগে মোট ম্যাচ হতো ৪৩টি। কিন্তু এবার সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৫৯টি ম্যাচে। আট দলের লড়াইয়ে এতোগুলো ম্যাচ রাখার কোণ মানে নেই বলে মনে করেন ওয়ার্ন।
পাশাপাশি কিছুদিন আগেই ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেনের সাথে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি হয়েছে সিএ'র। এটাও ম্যাচ সংখ্যা বাড়ানোর আরেকটি কারণ হিসেবে দেখছেন তিনি। তিনি আরও জানান,
'আশা করা যায় লোভও দরজার বাইরে ছুড়ে ফেলা হবে। উদাহরণ হিসেবে বলা যায়- বিগ ব্যাশে সামনের ও পরবর্তী মৌসুমগুলোয় অনেক বেশি ম্যাচ থাকবে।
এটা দারুণ একটা প্রতিযোগিতা। তাই অল্পই শ্রেয়তর এমন মনোভাবই থাকা উচিত। দারুণ একটা পণ্যকে নষ্ট করে শুধু ডলারের জন্য আমরা এমনটা না করি।'