ওয়াটসনের সেঞ্চুরিতে শীর্ষে চেন্নাই

ছবি:

জয়ের ধারায় ফিরেছে আইপিএলের দুই বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। শুক্রবার আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়েছে চেন্নাই।
এদিন জয়ের জন্য রাজস্থানকে ২০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চেন্নাই। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় আজিঙ্কা রাহানের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
এছাড়াও জস বাটলার করেন ২২ রান। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন দিপাক চহর, শার্দূল ঠাকুর, ডোয়াইন ব্রাভো এবং করন শর্মা। এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজস্থান দলপতি আজিঙ্কা রাহানে।

ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার শেন ওয়াটসন। দলীয় ৫০ রানে ওপেনার আমবাথি রাইডু ফিরে গেলেও তিন নম্বরে নামা শুরেশ রায়নার সঙ্গে ৮১ রানের জুটি গড়েন এই অজি ওপেনার।
রায়না ৪১ করে ফিরলেও বাকি ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে নিজের আইপিএল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ওয়াটসন। তার ব্যাট থেকে আসে ১০৬ রান। ৫৭ বলে ৯টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ১০৬ রান করেন তিনি।
শেষের দিকে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ২৪ রানের ক্যামিওর উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান স্কোরবোর্ডে তুলে চেন্নাই। রাজস্থানের পক্ষে তিন উইকেট নেন লেগ স্পিনার স্রেয়াস গোপাল।