ভাগ্য খুলছে লিটন দাসের

ছবি:

১৬ জন থেকে মাত্র ১০ জনে নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও এই বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য-সাব্বিররা।
চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ১০ জনে নামিয়ে আনলেও জানা গিয়েছিল মোট ১৩জন ক্রিকেটারকে রাখা হবে এই তালিকায়। আরও তিনজন কে হবেন বা কে হতে যাচ্ছেন সেটা চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণার দিন জানায়নি বিসিবি।
বাকি তিনজনের নামও দ্রুতই ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন তারা। তবে তিনজন যুক্ত করার কথা বললেও গতকাল জানা গেছে, শেষ পর্যন্ত চার ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হতে পারে এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে।

বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চার জনের মধ্যে লিটন কুমার দাসের চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়াটা একপ্রকার নিশ্চিত। বাকি তিন জন হতে পারেন উদীয়মান তরুণ ক্রিকেটারদের মধ্যে কেউ।
যাদের মধ্যে নাজমুল হোসেন শান্ত, সাইফউদ্দিনদের নামও শোনা যাচ্ছে থাকতে পারেন। এছাড়াও নাজমুল হোসেন অপু, ব্যাটিং অলরাউন্ডার আরিফুল হকরাও নাকি এই তালিকায় বিবেচনায় রয়েছেন
এছাড়াও চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটার সৌম্য সরকার-মোসাদ্দেক হোসেন সৈকতরাও শেষ পর্যন্ত যোগ হতে পারেন এই তালিকায়। দুই একদিনের মধ্যেই তালিকাটা চূড়ান্ত হয়ে যাবে বলেও জানিয়েছেন তারা।