শীর্ষে ওঠার হাতছানি কলকাতার

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৫তম ম্যাচে বুধবার আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। জয়পুরে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দু'দলই। কারণ নিজেদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখেই মাঠ ছেড়েছে রাজস্থান এবং কলকাতা।
তাই আজকের ম্যাচে জিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন কার্তিক অথবা রাহানে। যেকারণে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবেন তারা।
এদিকে আজকের ম্যাচে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে কলকাতা। কারণ উইনিং কম্বিনেশন ধরে রেখে ম্যাচ জিততে চাইবে নাইট রাইডার্সরা।

অন্যদিকে কলকাতার মতই রাজস্থানও চাইবে তাদের একাদশে পরিবর্তন না আনতে। তাই তারাও উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে।
আর আজকের ম্যাচে জিতলেই নেট রান রেটের বিচারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসবে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে রাজস্থান জিতলে তাদের পয়েন্ট হবে ৬ কিন্তু শীর্ষে উঠার সুযোগ নেই তাদের।
অন্যদিকে কলকাতার মতই রাজস্থানও চাইবে তাদের একাদশে পরিবর্তন না আনতে। তাই তারাও উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ডি' আর্চি শর্ট, 3 সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, জস বাটলার (উইকেট রক্ষক), কে সি গৌতম, শ্রীরাম গোপাল, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদাকাট, বেন লাফলিন।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, শুভম্যান গিল, পীযুষ চাওলা, টম কুরান, শিবম মাভি, কুলদীপ যাদব