promotional_ad

চান্দিমালদের দায়িত্ব ছাড়লেন পোথাস

promotional_ad

লঙ্কানদের সঙ্গে আর কাজ করতে চান না ফিল্ডিং কোচ নিক পোথাস। চলতি বছরের আগস্ট পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও এপ্রিলেই তিনি সরে দাঁড়িয়েছেন।


দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পেছনে তিনি কারণ জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান বলেই আর কোচিং করতে চান না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। 


৪৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান ২০১৬ সালে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেন। এরপর গ্রাহাম ফোর্ড গেল বছরের জুনে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালে তাকে হেড কোচের দায়িত্ব তুলে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড।


তার অধীনে ভারতের কাছে ঘরের মাঠে সিরিজ হেরেছে দীনেশ চান্দিমালরা। শুধু তাই নয় জিম্বাবুয়ের কাছেও হারের মুখ দেখতে হয়েছিল তাদের। তবে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-০ টেস্ট সিরিজ জিতে রেকর্ড গড়েছিল।



promotional_ad

ছয় মাস প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে চান্ডিকা হাথুরুসিংহে হেড কোচের পদে যোগ দেয়ার পর দায়িত্ব ছেড়ে আবারও ফিল্ডিং কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। বুধবার তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। শুক্রবার তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।


এক বিবৃতিতে পোথাস বলেন, লঙ্কানদের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন তিনি। তবে এখন পরিবারের সাথে সময় কাটাতে চান তিনি। পোথাস বলেন, 


‘শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে অসাধারণ দুটি বছর কাটিয়েছি। তবে এটাই আমার জন্য সঠিক সময় অন্য একটি সুযোগের জন্য সামনে এগিয়ে যাওয়ার। যেটা আমাকে আমার পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ করে দিবে।’


‘শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য সম্মানের ও অগ্রাধিকার ছিল। শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। কোচ হিসেবে নিজেকে উন্নত করতে পেরেছি।



পাশাপাশি দারুণ দারুণ কিছু মেধাবী ক্রিকেটার তুলে আনতে অবদান রাখতে পেরেছি। এসব স্মৃতি সব সময় আমাদের হৃদয়ের একটি বিশেষ স্থান দখল করে রাখবে।’ যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball