এবাদত-রুবেলে লন্ডভন্ড দক্ষিণ অঞ্চল, মিরপুরে লড়ছে শান্তরা

ছবি:

রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট লীগের পঞ্চম রাউন্ডের ম্যাচে দক্ষিণ অঞ্চলের থেকে ৩৭ রানে পিছিয়ে আছে সেন্ট্রাল জোন। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের সংগ্রহ ২ উইকেটে ১৫৪ রান।
সেন্ট্রাল জোনের পক্ষে ওপেনার সাদমান ইসলাম ৬৬ এবং মার্শাল আইয়ুব ১৪ রান নিয়ে অপরাজিত আছেন। এর আগে প্রথমে ব্যাট করে পেসার এবাদত হোসেন এবং স্পিনার মোশাররফ হোসেন রুবেলের ঘূর্ণিতে মাত্র ১৯১ রানে অল আউট হয় দক্ষিণ অঞ্চল।
এবাদত হোসেন এবং রুবেল দুজনই নেন ৪টি করে উইকেট। দক্ষিণ অঞ্চলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার ফজলে মাহমুদ। এছাড়া ২৮ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে।

চলমান বিসিএলে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে মধ্যাঞ্চল। তাই শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জয়ের কোন বিকল্প নেই দলটির। সেই লক্ষ্যেই দ্বিতীয় দিনেও ব্যাট করতে নামবে দলটি।
এদিকে দিনের অপর খেলায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান স্কোরবোর???ডে তুলেছে নর্থ জোন। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
এছাড়াও ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে আসে ৪৬ রান। ৪৩ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ইষ্ট জোনের পক্ষে মোহাম্মদ আশরাফুল এবং সোহাগ গাজী নেন ২টি করে উইকেট।