শীঘ্রই মাঠে ফিরছে টাইগাররা
ছবি:

এপ্রিল এবং মে মাসে জাতীয় দলের কোন সিরিজ নেই। যেকারণে জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন।
তবে এই দুই মাস কোন আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও জুন মাসে ঠিকই ক্রিকেটের মধ্যে ফিরবেন তামিম-মাশরাফিরা। প্রথমে আফগানদের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।
সেই সিরিজের পর লম্বা সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা রয়েছে টাইগারদের। তাই আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে চলমান বিসিএল দিয়েই নিজেদের ঝালাই করে নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

এদিকে জানা গিয়েছে আসন্ন সফর দুটিকে সামনে রেখে আগামীমে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন তিনি। নান্নু জানান, ক্যাম্প কবে শুরু হবে তা ক্রিকেটারদের শীঘ্রই জানিয়ে দেয়া হবে। তার ভাষায়,
‘১৩ই মে থেকে ক্যাম্প শুরুর কথা আছে। ক্রিকেট অপারেশন্স থেকে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।'
উল্লেখ্য যে, আগামী জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে। তবে সিরিজটি ওয়ানডে হবে নাকি টি-টুয়েন্টি তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
এছাড়াও আসন্ন সিরিজটি ভারতের দেরাদুনে হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই আফগান ক্রিকেট বোর্ডকে ভেন্যু পরিবর্তনের কথা জানিয়ে ব্যাঙ্গালুরু অথবা কলকাতায় সিরিজ খেলার জন্য আগ্রহ দেখিয়েছে।