promotional_ad

দোটানায় অস্ট্রেলিয়া

promotional_ad

টেম্পারিং কান্ডে ক্রিকেট থেকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। যেকারণে দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অজিদের অধিনায়কত্ব তুলে দেয়া হয় উইকেট রক্ষক টিম পেইনকে।


কিন্তু সিরিজের চতুর্থ টেস্টে কিপিং করার সময় আঙ্গুলে চোট পান পেইন। চতুর্থ টেস্টের তৃতীয় দিন পেসার চ্যাড সেয়ার্সের ছোড়া বল এসে তার ডানহাতের বুড়ো আঙ্গুলে এসে আঘাত করে।


তারপরও সেই আঘাত নিয়েই কিপিং করেছেন এই ডানাহাতি ব্যাটসম্যান। তবে সেই চোটের কারণে পরবর্তীতে আর অপারেশন করাননি তিনি। অপারেশন করলে ইংলিশদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হতনা তার।



promotional_ad

এদিকে দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিলেও ওয়ানডে সিরিজে তিনিই নেতৃত্ব দিবেন নাকি তা এখনও নিশ্চিত নয়। কারণ অফিসিয়াল ভাবে শুধু টেস্টের জন্যই তাকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।


ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজের আগেই পুরোপুরি সেরে উঠবেন এই উইকেট রক্ষক। অন্যদিকে বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক আইপিএল শুরু আগে ইনজুরিতে পড়ায় তাকে ওয়ানডে সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।


এছাড়াও ওয়ানডে অধিনায়ক কে হবেন এই দৌড়ে অবশ্য এগিয়ে আছেন ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেই জানিয়েছিলেন, অধিনায়কত্ব নিতে প্রস্তুত তিনি।



ফিঞ্চের পাশাপাশি অধিনায়ক হওয়ার দৌড়ে বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেডেরও নাম শোনা যাচ্ছে। তাই সব মিলিয়ে ওয়ানডে অধিনায়ক নিয়ে দোটানায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


জুনের ১ তারিখ সাসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। আর সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ই জুন ওভালে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball