আমার বয়স তো পঁচিশঃ গেইল

ছবি:

ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিসকে গেইল আইপিএলের নিলামের জন্য ছেড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জারর্স ব্যাঙ্গালুরু। কিন্তু নিলাম থেকে প্রথম দুইবারে তাকে দলে নিতে চায়নি কেউই।
কিন্তু শেষ বার অর্থাৎ তৃতীয় বার আচমকা তাকে হুট করে দলে ভেড়ায় প্রিতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। তৃতীয় বারে দল পাওয়া ক্রিস গেইলকে প্রথম দুই ম্যাচে অবশ্য একাদশের বাইরেই রেখেছিল পাঞ্জাব।
কিন্তু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাকে একাদশে নিয়েই মাঠে নামে তারা। আর সুযোগ পেয়ে সেটাকে দারুণ ভাবে লুফে নিয়েছেন ইউনিভার্স বস। পাওয়ার-প্লেতে বোলারদের বেধড়ক পিটিয়ে দলকে এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা।

সাজঘরে ফেরার আগে করেছেন ৩৩ বলে ৬৩ রান। তার দল পাঞ্জাম এদিন জিতেছে মাত্র চার রানে। আর ম্যাচ শেষে গেইল জানিয়েছেন, সুযোগটা লুফে নিতে মরিয়া ছিলেন তিনি। গেইল বলেন,
'সকালে যখন আমি জানতে পারলাম আমি আজ খেলছি তখনি ঠিক করে রেখেছিলাম আজকে এই সুযোগটা আমাকে লুফে নিতেই হবে। এটার জন্য আমি অপেক্ষা করেছি। সুযোগ পেয়ে সেটাকেই কাজে লাগিয়েছি। ফিরতে পেরে খুব ভালো লাগছে আমার।'
অন্যদিকে নিজেকে ইউনিভার্স বস দাবি করে গেইল আরও জানিয়েছেন, নিজেকে অনেক তরুণ মনে হচ্ছিল তার ব্যাটিং করার সময়। তিনি আরও বলেন,
'নিজেকে অনেক উজ্জীবিত মনে হচ্ছিলো। এমন লাগছিলো যে আমার বয়স ২৫ হবে আমি একজন তরুণ। ইউনিভার্স বস ফিরে এসেছে। ব্যাটিংয়ের সময় আমি সিঙ্গেল নিতে পছন্দ করিনা।
বোলারদের চাপে ফেলার চেষ্টা করেছি। তারপরই সিঙ্গেল নিয়েছি কিছু।আমার সমর্থকরা আমার কাছে এটাই চায়। আমিও তাদের জন্যই খেলে যাচ্ছি। তাদের আরও কিছু দেয়ার আছে আমার।'