মাঠে ফিরতে সময় লাগবে তামিম-তাসকিনদের

ছবি:

ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লীগের শেষ দুই রাউন্ডে খেলতে পারবেননা জাতীয় দলের তিন ক্রিকেটার তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
জানা গিয়েছে এই তিন ক্রিকেটারের সেরে ওঠতে আরও সময় লাগবে মাস খানেকেরও বেশী। বিসিএলের শেষ দুই রাউন্ডে খেলতে পারলেও উইন্ডিজ সফরের আগেই সেরে উঠবেন তারা বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার মাঠে গড়াবে বিসিএলের পঞ্চম রাউন্ড। আর বিসিএলের পর্দা নামবে চলতি মাসের ২৭ তারিখ। শেষ রাউন্ড শুরু হওয়ার কথা চলতি মাসের ২৪ তারিখ।

তাই প্রথম শ্রেণীর ক্রিকেট বিসিএলের এবারের আসরে আর মাঠেই নামা হলো না তামিম ও মিরাজের। এর আগে আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকার কারণে প্রথম তিন রাউন্ডে অংশ নিতে পারেননি এই দুই ক্রিকেটার।
তবে জাতীয় দলের সঙ্গে না থাকার কারণে পেসার তাসকিন আহমেদ খেলেছিলেন বিসিএলের প্রথম রাউন্ড। সেই রাউন্ডে সেন্ট্রাল জোনের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি তিনি।
অন্যদিকে কাঁধের ইনজুরির কারণে ভুগতে হচ্ছে তরুন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। অস্ত্রোপচারও করাতে হতে পারে তাকে। কিন্তু তার আগে কাঁধের ব্যথার জন্য তাকে যেসব ইনজেকশন দেওয়ার কথা ছিল তা এখনও শেষ হয়নি।
এছাড়াও পিঠের ব্যথা থেকে সেরে উঠতে তাসকিনের পুনর্বাসন চললেও সম্পূর্ণ ফিট নন তিনি। আরও কমপক্ষে এক মাস লাগবে তার ফিট হতে। আর হাটুর ইনজুরি কাটিয়ে তামিম ইকবালের মাঠে ফিরতে সময় লাগবে আরও তিন সপ্তাহের মত।