কেন আইপিএল থেকে পিছিয়ে বিপিএল?

ছবি:

সঠিক পরিকল্পনা মোতাবেক আগালে আইপিএলের মত বিপিএলকেও সফল এবং জনপ্রিয় করে তোলা সম্ভব। এমনটাই মনে করেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
আইপিএল বিশ্বব্যাপি জনপ্রিয় হয়ে উঠেছে বিগত দশ বছরে। কারণ তারা এর প্রচারে কোন প্রকার ছাড় দেননা। এছাড়াও দলগুলোর মালিকরাও তাদের সর্বাত্মক চেষ্টা করেন দলগুলোর জন্য।
যেকারণে আইপিএল সারা বিশ্বে এতো জনপ্রিয়। পাশাপাশি তাদের রয়েছে শক্ত বাণিজ্যিক পরিকল্পনা যা বাংলাদেশের বিপিএলে নেই বললেই চলে। তবে রাজশাহী কিংসের মালিক তাহমিদ আজিজুল হক মনে করেন বিপিএলের সেই ক্ষমতা আছে যে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠার। তিনি বলেন,
'আইপিএলের মত না পারলেও বিপিএলে??? সেই ক্ষমতা আছে অনেক বেশী জনপ্রিয় হয়ে ওঠার। তবে এক্ষেত্রে বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজিদের একসাথে কাজ করতে হবে।

আইপিএলের নিলাম হয়, প্রচারে তারা কোন প্রকার ছাড় দেয়না। নিলামের অনেক আগ থেকেই এইপিএল নিয়ে প্রচার শুরু হয়ে যায় আর এটা দেখে ফ্র্যাঞ্চাইজিরাও নিজেদের প্রস্তুত করে ফেলেন কিভাবে কি করবেন তারা।
এগুলো আমরাও করি। তবে সারা বছর এগুলো নিয়ে কাজ করা দরকার এবং সবাইকে একসাথে কাজ করা দরকার। দেড় দুই মাস বিপিএল খেলার পরই থেমে গেলে চলবেনা।'
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মালিক শেখ ইশতিয়াক সাদেক মনে করেন, বিপিএলকে উন্নতি করতে হলে নিলামের ধরণ বদলাতে হবে এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আনতে হবে। তিনি জানান,
'আমরা খেলোয়াড়দের যেভাবে নিলাম থেকে কিনে থাকি সেই সিস্টেমটাও কিন্তু ঠিক নয়। আমরা তাদের তিন বছর বা পাঁচ বছরের একটা ছক দিয়েছি। তারা হয়তো এর প্রেক্ষিতে আমাদের সঙ্গে বসবে। বসলে একটা পথ বের হয়ে আসতে পারে।
দিন দিন আমাদের খরচ যেভাবে বাড়ছে সেভাবে স্পন্সর আর বাড়ছেনা। আইপিএলের দিকে তাকান তারা টিকিট বিক্রি বা সম্প্রচারের মধ্যে অনেক অর্থ আয় করে থাকে। বিপিএল এমন কিছু করে অর্থ আয় করতে পারে।
তারা যদি এর কিছু অংশ আমাদেরকে দেয় তাহলে আমারা আরও একটু চাপমুক্ত হতে পারতাম। এমনকি ফ্র্যাঞ্চাইজি মালিকরাও উৎসাহিত হত।'