প্রস্তুত হচ্ছেন মমিনুল

ছবি:

পবিত্র ওমরাহ পালন করতে গিয়েছিলেন বলে চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে খেলা হয়নি টাইগার ব্যাটসম্যান মমিনুল হকের। তবে বিসিএলের পঞ্চম রাউন্ড দিয়েই মাঠে ফিরছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বিসিএলের শেষ দুই রাউন্ডে নিজের সেরাটা দিতে চান তিনি। কারণ আসন্ন উইন্ডিজ সফরের আগে এইটাই শেষ চার দিনের ম্যাচ নিজেদের ঝালাই করে নেয়ার।
উইন্ডিজ সফরের জন্য নিজেকে প্রস্তুত করতেই বিসিএলের শেষ দুই ম্যাচকে পাখির চোখ করছেন তিনি। জানিয়েছেন টেস্টের মানসিকতা নিয়েই মাঠে নামবেন তিনি।

রোববার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সংবাদ মাধ্যমের সাথে আলাপ কথা বলেছেন মমিনুল। সেখানে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন,
'ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে এটাই হয়তো শেষ চার দিনের ম্যাচ। এরপর খেললেও খেলতে পারি, জানি না। ওই মানসিকতা নিয়েই খেলার চেষ্টা করবো, যেভাবে টেস্ট খেলি।'
ক্যারিবিয়ানদের কন্ডিশনে গিয়ে নিজেকে মানিয়ে নেয়া এতো সহজ নয়। সেখানকার উইকেট হয় বাউন্সি। তবে আপাতত এসব তার ভাবনায় নেই।
আপাতত বিসিএল নিয়েই ভাবতে চান তিনি। বিসিএল শেষ হওয়ার পর উইন্ডিজ সফর নিয়ে ভাববেন বলে জানিয়েছেন মমিনুল হক। তিনি আরও জানান,
'আপাতত বিসিএল নিয়েই ভাবছি। বিসিএল শেষ হলে হয়তো ওইটা নিয়ে চিন্তা করবো। আর কন্ডিশনের ব্যাপারটা হলো, আপনি যদি কঠিন মনে করেন, তাহলে কঠিন। আমার কাছে মনে হয়, আমরা প্রস্তুতি নিয়ে নিবো। আশা করি ভালো কিছু হবে।'