পিসিবির হুমকি

ছবি:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের মতানৈক্য চলছে। পিসিবি আরব আমিরাতের কর্তৃপক্ষদের কাছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ভবিষ্যত সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলেছে।
পিএসএলের মতই আরব আমিরাত ক্রিকেট বোর্ড নিজস্ব টি-টুয়েন্টি লীগ আয়োজন করতে চাইছে। একই সাথে আফগানিস্তানের টি-টুয়েন্টি লীগের ভেন্যুও নির্ধারণ হয়েছে সেখানে।
কিন্তু পিসিবি মনে করে, আরব আমিরাতে এসব টুর্নামেন্ট আয়োজন করা হলে পাকিস্তান সুপার লীগের উপর গিয়ে তার প্রভাব পড়বে। একই সাথে একই ভেন্যুতে অধিক টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টায় সময় সূচি নিয়েও বিপদে পড়ছে পিসিবি।

তার উপর আরও জানা গিয়েছে, পাকিস্তান আরব আমিরাতকে তাদের স্টেডিয়ামের জন্য অর্থ পরিশোধ করতে চাইছেনা। কারণ অন্য লীগ আয়োজন করায় তাদের উপর অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবির মতে, অন্য লীগ আয়োজন করলে তাদের পিএসএল থেকে আয়কৃত রাজস্বের উপর প্রভাব ফেলবে। তাই আরব আমিরাতকে দ্রুত পিএসএল ও অন্যান্য টি-টুয়েন্টি লীগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বলেছে পিসিবি।
এছাড়া আরব আমিরাতের বাইরে বিকল্প ভেন্যু ভেবে রেখেছে পিসিবি। মালয়েশিয়ার দুটি স্টেডিয়াম ঘুরে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা চাইছে মালয়েশিয়াতে আরব আমিরাতের ম্যাচগুলো স্থানান্তর করতে।
এদিকে চলতি মাসের ১৮ তারিখ এই বিষয়ে আরব আমিরাতের সঙ্গে মিটিং করবে পিসিবি। সেই মিটিংয়েই সবকিছু আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে আরব আমিরাতে তারা খেলবে কি খেলবেন না।