এশিয়া কাপের সুযোগ লুফে নেয়ার অপেক্ষায় আরব আমিরাত

ছবি:

পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক অস্থিরতার কারণে আসন্ন এশিয়া কাপের আসর বসছে না ভারতে। ভারত থেকে আসরটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরাতে।
আর এশিয়া কাপের মত বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারাকে বড় সুযোগ হিসেবে দেখছে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।
পাকিস্তানি ক্রিকেটারদের ভারতের ভিসা দেয়া হবেনা বিধায় টুর্নামেন্টটিকে আরব আমিরাতের স্থানান্তর করা হয়। যা সাম্প্রতিক সময়ে তাদের মাঠে অনুষ্ঠিত সবচেয়ে বড় আসর।

এই ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ নাহায়ান মুবারক আল নাহায়ান জানিয়েছেন, এটা তাদের কাছে বছরের সবচেয়ে বড় টুর্নামেন্ট। তিনি বলেন,
'আমাদের ক্রিকেট বোর্ডের কাছে এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এটি আর এই সুযোগটি লুফে নিতে আমরা মুখিয়ে আছি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, বিসিসিআই এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগটা দেয়ার জন্য।'
এবারের এশিয়া কাপে পাঁচটি টেস্ট খেলুড়ে দলের পাশাপাশি বাছাইপর্ব থেকে একটি দল খেলবে। মোট দুই গ্রুপে ভাগ হয়ে চলবে এশিয়া কাপের লড়াই।
গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ারের একটি দল। আর গ্রুপ ‘বি’তে থাকবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
প্লে-অফ খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান। এদের মধ্যে থেকে একটি দল খেলবে গ্রুপ ‘এ’তে।