নাইট রাইডার্স শিবিরে ইনজুরির মিছিল

ছবি:

হায়দ্রাবাদের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। ইনজুরির কারণে পুরো আইপিএল মৌসুম থেকে ছিটকে গিয়েছেন তরুণ পেসার কামলেশ নাগারকোটি।
জানা গিয়েছে, তার ইনজুরি মুলত পায়ের ইনজুরিতে পড়েছেন এই ডানহাতি পেসার। ইতিমধ্যে তার বদলি ক্রিকেটারকেও খুঁজে পেয়েছে কলকাতা শিবির। ১৮ বছর বয়সী পেসার প্রশিধ কৃষ্ণা তার জায়গায় কলকাতার দলে যোগ দিয়েছেন।
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে নাগারকোটির গতি নজর কেড়েছিল সবার। আইপিএলের নিলাম তার বেস প্রাইস ছিল ২০ লাখ রুপি। নিলামে তাকে ৩.২ কোটি রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

এদিকে চলতি আসরে ইনজুরি নিয়ে বড় দুশ্চিন্তায় আছে কলকাতা শিবির। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে পুরো মৌসুমের জন্য পাচ্ছেনা তারা।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। দুই ম্যাচ খেলে একটি জিতে টেবিলের তিন নম্বরে আছে নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড:
সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মিচেল স্টার্ক, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, কুলদিপ যাদব, পীযুষ চাওলা, নিতিশ রানা,প্রশিধ কৃষ্ণা, শিভম মাভি, মিশেল জনসন, শুবম্যান গিল, রঙ্গনা বিনয় কুমার, রিংকু সিং, ক্যামেরুন ডেলপোর্ট, জ্যাভন সিয়ার্লস, অ্যাপোরভ ওয়াংখেড়ে, ইশাঙ্ক জাগ্গি।