ক্রিকেটই জীবন, রাজনীতি নিয়ে ভাবছি না- সাকিব

ছবি:

শনিবার আইপিএলের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। তাই এই ম্যাচকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন তিনি। নিজেদের সেরাটাই দিতে চান কলকাতার বিপক্ষে।
কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে কথা বলেছেন ভারতের গণমাধ্যমের সাথে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে আলাপ করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। সেখানে সাকিবকে তার অবসর পরবর্তী জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর কি করবেন তিনি। রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছা আছে নাকি? এমন প্রশ্নের উত্তরে সাকিব জানিয়েছেন, আপাতত রাজনীতি নিয়ে ভাবছেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আপাতত ক্রিকেট নিয়েই পড়ে থাকতে চান এবং মনোযোগটা খেলাতেই থাকবে। তবে ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না। তাই কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না বলেও জানান তিনি। সাকিব বলেন,
‘ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না। আমি বর্তমান নিয়েই থাকতে চাই। কিন্তু কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। এ ব্যাপারে (রাজনীতি) এখনো ভাবিনি।
তাই এটা নিয়ে এখন কথা বলাও কঠিন। ক্রিকেট আমার জীবন এবং মনোযোগটা শুধু এখানেই (ক্রিকেট) থাকবে।’