মুশফিক-মাহমুদুল্লাহদের ম্যাচ ড্র

ছবি:

স্কোর: প্রথম ইনিংস: ওয়ালটন সেন্ট্রাল জোন ৫২৯/১০
বিসিবি নর্থ জোন ৩০০/১০ (৯৩.১ ওভার)
দ্বিতীয় ইনিংস: বিসিবি নর্থ জোন ২১৩/২ (৬৫.২ ওভার)
ড্র হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের ম্যাচটি। বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিন ফলো-অনে পরে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৩ রান তুলেছিল নর্থ জোন।

চতুর্থ দিন পর্যন্ত মাত্র তিন ইনিংস খেলা মাঠে গড়ানোর কারণে শেষ পর্যন্ত ম্যাচটিকে ড্র ঘোষণা করেন আম্পায়াররা। দলের পক্ষে ওপেনার মিজানুর রহমান অপরাজিত থাকেন ১০০ রান নিয়ে। এছাড়াও নাজমুল হোসেন শান্ত করেন ৮৩ রান।
এর আগে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে করা ৫২৯ রান করে সেট্রাল জোন। দলের পক্ষে সাদমান ইসলাম ১০৭ এবং মার্শাল আইয়ুব করেন ১৩২ রান। নর্থ জোনের হয়ে আরিফুল হক একাই নেন ৪ উইকেট।
আর নিজেদের প্রথুম ইনিংসে ব্যাট করতে নেমে ৩০০ রানে অল আউট হয় নর্থ জোন। দলের পক্ষে টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম করেন সর্বোচ্চ ১১১ রান। ২০১৫ সালে পর খেলতে নেমে ৪ বছর পর ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি হাঁকান তিনি।
সেন্ট্রাল জোনের পক্ষে পেসার এবাদত হোসেন নেন ৪টি উইকেট। ৩০০ রানে অল আউট হওয়ায় ফলো অনে পরে বিসিবি নর্থ জোন।
ফের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২১৩ রান তুলে বিসিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র হয়।