পেসার নয়, স্বপ্ন অলরাউন্ডার হওয়ারঃ অনিক

ছবি:

এবারের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ১৬ ম্যাচে ৩৯ টি উইকেট নিয়ে আসরের সেরা উইকেট শিকারি বোলার আবাহনীর মাশরাফি বিন মর্তুজা। ১১ ম্যাচে ২৮ উইকেট নিয়ে তালিকায় পঞ্চম বোলার মোহামেডানের কাজী অনিক।
সুপার লিগে না খেলতে পারাতে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারেননি কাজী অনিক, এমনটাই মনে করছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই পেসার। একাত্তর টিভিকে জানিয়েছেন,
'একটু মন খারাপ হয়েছে। দেখা গিয়েছে পাঁচটা ম্যাচে আমি ছিলাম না। পাঁচটা ম্যাচে খেলতে পারলে এক নম্বরে থাকার সুযোগ হতো। যা হয়েছে আলহামদুলিল্লাহ্। ১১ ম্যাচে ২৮ উইকেট খারাপ কিছু না অবশ্যই।'

তবে জাতীয় দলে নিজেকে অলরাউন্ডার হিসেবেই প্রমাণ করতে চান তিনি। এজন্য নিয়মিত ব্যাটিং অনুশীলনও করে থাকেন তিনি। এই প্রসঙ্গে একাত্তরকে জানান,
'ব্যাটিংটা আমি ছোটো বেলা থেকেই অনেক পছন্দ করি। কথাটা আমি সব জায়গায় বলে আসছি। যদি নিজেকে প্রমাণ করি তাহলে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করবো।
'আমি অনূর্ধ্ব-১৯ দলে ছিলাম অলরাউন্ডার হিসেবেই। কিন্তু নিজেকে সেভাবে প্রমাণ করতে পারিনি। নিজের কিছু ভুল ছিল, দুর্বলতা ছিল। চেষ্টা করছি ব্যাটিংয়ে যেখানে সুযোগ পাবো সেখানেই নিজেকে প্রমাণ করার।'