উইজডেনের বর্ষসেরার তালিকায় রশিদ খান

ছবি:

ক্রিকেটের বাইবেল হিসেবে ধরা হয় উইজডেন ম্যাগাজিনকে। এই জনপ্রিয় ক্রিকেট ম্যাগাজিনের বর্ষসেরা টি২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান।
আফগানিস্তানের এই ক্রিকেটার ২০১৭ সালে ৫.৫৩ ইকোনোমিতে ৮০ টি উইকেট শিকার করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ টি উইকেট দখল করেছেন সুনীল নারিন। এক মৌসুমে রশিদের চেয়ে বেশি উইকেট আছে কেবল ডুয়াইন ব্রাভোর। তিনি ২০১৬ সালে ৮৭ টি উইকেট নিয়েছিলেন।
এদিকে, এবারের ‘লিডিং ক্রিকেটার অব দা ইয়ার’ মনোনীত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই খেতাব জিতলেন কোহলি।

এর আগে এই কীর্তি ছিল কেবল একজনেরই। তিনি সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেওয়াগ। ২০০৮ ও ২০০৯ সালে উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। এদিকে চলতি বছর মেয়েদের ক্রিকেটে লিডিং ক্রিকেটারের সম্মান পেয়েছেন ভারতীয় অধিনায়ক মিতালী রাজ।
এছাড়া ম্যাগাজিনটি ২০১৭ সালের বর্ষসেরা ৫ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। এর মধ্যে ৩ জনই হচ্ছেন গত বছরের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড নারী দলের সদস্য। এরা হলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট, নাতালি শিভার ও অ্যানা শ্রাবসোল।
বাকি দুই ক্রিকেটার হচ্ছেন ইংলিশ পেসার জেমি পর্টার ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ। এছাড়া শ্রাবসোল প্রথম নারী ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন উইজডেনের এই বছরের প্রচ্ছদে।
২০১৭ সালে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তিন সংস্করণের ক্রিকেটে মোট ২৮১৮ রান করেছেন তিনি। এই সময়ের মধ্যে ৫ টি সেঞ্চুরি করেছেন কোহলি যার মধ্যে ৩ টি সেঞ্চুরিকেই দাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন এই ভারতীয় ক্রিকেটার।