লিটনের ব্যাটে স্বপ্ন দেখছে ইস্ট জোন

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে সাউথ জোনের বিপক্ষে ৩০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ইস্ট জোন। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৫ রান হাতে রয়েছে ৭ উইকেট।
ব্যাট হাতে উইকেটরক্ষক ওপেনার লিটন কুমার দাস ৬০ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী ইয়াসির আলী কোনো রান না করেই অপরাজিত আছেন। সাউথ জোন নিজেদের প্রথম ইনিংসে ৪০৩ রান ???রে অল আউট হয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানেই ওপেনার আফিফ হোসেন ধ্রুবর উইকেট হারায় ইস্ট জোন। আফিফ মাত্র ১৪ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

এরপর ৫ রান করা ইমতিয়াজ হোসেনকেও নিজের শিকার বানিয়েছেন রাব্বি। ১২ রান করা মোহাম্মদ আশরাফুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন আব্দুর রাজ্জাক। বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন ইয়াসির আলী ও লিটন দাস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তুষার ইমরানের ১৩০ ও ফজলে মাহমুদের ৮৯ রানে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৯৯ রান তুলে.সাউথ জোন। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নুরুল হাসান ৪৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
তার সঙ্গী দেলওয়ার হোসেন ৬৩ রান করে সাজঘরে ফিরেছেন। আব্দুর রাজ্জাক ও কামরুল রাব্বি কোনো রান না করে আউট হলে সাউথ জোনের ইনিংস থামে ৪০৩ রানে।
ইস্ট জোনের হয়ে ৪ টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। ২ টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী ও সাইফউদ্দিন আহমেদ। ১ টি উইকেট গেছে সোহাগ গাজীর ঝুলিতে।