promotional_ad

স্মিথ-ওয়ার্নারদের বিশ্বকাপ খেলা অনিশ্চিত

promotional_ad

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট।


গেল মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিং দায়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ এবং ওয়ার্নার। এছাড়াও ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়।


নিষিদ্ধ হওয়ার পর এবার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন এই তিন ক্রিকেটার। সঙ্গে ২০১৯ বিশ্বকাপে তাদের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। কারণ কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করার পর বলা হয়, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে।



promotional_ad

অস্ট্রেলিয়া দলের নির্বাচক ট্রেভার হন্স জানিয়েছেন, 'স্মিথ-ওয়ার্নাররা না থাকলেও তিন ফরম্যাটেই আমরা শক্তিশালী দল। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিয়েই ২০১৯ বিশ্বকাপে খেলতে যাওয়ার চিন্তা ভাবনা করছি আমরা।'


মঙ্গলবার ২০১৮-১৯ মৌসুমের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই তালিকায় সদস্যে সংখ্যা হল ২০ জন।


২০ জনের এই তালিকায় প্রথমবারের মত যুক্ত হয়েছেন তিন পেসার ঝেই রিচার্ডসন, কেন রিচার্ডসন এবং অ্যান্ড্রু টাই। এছাড়াও অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারিও প্রথম এই চুক্তিতে যোগ হয়েছেন। 



২০ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা:


অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, ম্যাট রেনশো, ঝেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যান্ড্রু টাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball