প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে দিল্লী-রাজস্থান

ছবি:

টস জিতো, ফিল্ডিং নেও, রান তাড়া করে ম্যাচ জিতে আসো। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ হয়েছে সবকটি ম্যাচেই জয় পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল।
তাই জয়পুরের মাঠেও লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে রাজস্থান রয়্যালস এবং দিল্লী ডেয়ারডেভিলস। বাংলাদেশ সময় রার সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে হেরে দুই দলই ব্যাকফুটে আছে। তাই দিল্লী এবং রাজস্থান দুই দলেরই লক্ষ্য থাকবে নিজেদের প্রথম জয় তুলে নেয়ার। যেকারণে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে তারা।

নিজেদের প্রথম ম্যাচে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে না পেলেও আজকের ম্যাচের জন্য তাকে ঠিকই পাচ্ছে গৌতম গম্ভীরের দল। ম্যাক্সওয়েলের পাশাপাশি মুনরো-মরিসরা দলের শক্তি বাড়াবেন।
অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে রাজস্থান। অধিনায়ক রাহানে ছাড়াও বাটলার-স্টোকসদের দিকে চেয়ে থাকবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
রাজস্থান রয়্যালস: ডি'আর্চি শর্ট, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জন বাটলার, স্টুয়ার্ট বিনি, শ্রীরাম গোপাল, ধাওয়াল কুলকার্নী, জয়দেব উনাডকাট, বেন লাফলিন।
দিল্লি ডেয়ারডেভিলস: গৌতম গম্ভীর, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার, রিশাভ প্যান্ট, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শংকর, ক্রিস মরিস, রাহুল তায়াতিয়া, শাহবাজ নাদিম / অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি