নখ কামড়ানো ম্যাচ জিতলো চেন্নাই

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতার দেয়া ২০৩ রানের লক্ষ্য তারা ১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে।
কলকাতার দেয়া পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছিলো চেন্নাই। দুই ওপেনার শেন ওয়াটসন ও আম্বাতি রাইডুর ব্যাট থেকে ৭১ রানের জুটি আসে। শেন ওয়াটসন ৪২ রান করে আউট হয়েছেন। আর রাইডুর ব্যাট থেকে এসেছে ৩৮ রান।
এরপর সুরেশ রায়না ১৪ রানে ফিরে গেলেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর ২৫ ও স্যাম বিলিংসের ৫৬ রানে জয়ের খুব কাছে চলে যায় চেন্নাই। পরবর্তীতে রবিন্দ্র জাদেজার ১১ ও ডোয়াইন ব্রাভো সমান সংখ্যক রানে অপরাজিত থেকে ১ বল হাতে রেখে দলকে রুদ্ধশ্বাস এক জয় এনে দেন।
কলকাতার হয়ে ২ টি উইকেট নিয়েছেন টম কুরান। আর ১ টি করে উইকেট পেয়েছেন পিযুষ চাওলা, সুনীল নারিন ও কুলদীপ যাদব।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিংসের বোলারদের উপর রীতিমত তান্ডব চালিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাঁর মাত্র ৩৬ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংসের উপরে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রানের পাহাড় দাঁড়া করায় কলকাতা নাইট রাইডার্স।
মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করা রাসেল তাঁর ৩৬ বলের ইনিংসে মেরেছেন ১১টি ছক্কা ও ১টি চার। রাসেল ছাড়াও ১৬ বলে লিন ২২ রান করেন ক্রিস লিন। আর রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে ২৯ রান। অপরদিকে দীনেশ কার্তিক করেন ২৫ বলে ২৬ রান।
চেন্নাইয়ের হয়ে ২ টি উইকেট দখল করেন শেন ওয়াটসন। আর ১ টি করে উইকেট নিয়েছেন হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।
সংক্ষিপ্ত স্কোর-
কলকাতা নাইট রাইডার্স- ২০২/৬ (২০ ওভার) (রাসেল ৮৮, উথাপ্পা ২৯, কার্তিক ২৬) (ওয়াটসন- ২/৩৯, জাদেজা- ১/১৯, হরভজন- ১/১১)
চেন্নাই সুপার কিংস- ২০৫/৫ (১৯.৫ ওভার) (বিলিংস ৫৬, ওয়াটসন ৪২, রাইডু ৩৯) (কুরান- ৩৯/২, নারিন- ১/১৭, কুলদ্বিপ- ১/২৭)
ফলাফল- চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী।