promotional_ad

গুরুতর কাঁধের ইনজুরিতে মিরাজ

promotional_ad

দুই বছর আগে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। পরবর্তীতে সেই চোটের কারণে অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে।


চোট থেকে সেরে উঠতে ফিজের সময় লেগেছিল প্রায় ৬ মাসের মত। চোট থেকে সেরে উঠলেও নিজেকে ফিরে পেতে বাঁহাতি এই পেসারকে অপেক্ষা করতে হয়েছে আরও।


এবার মুস্তাফিজের মত একই চোটে পড়ার শঙ্কায় রয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজেরও। অবশ্য এই চোট নতুন নয় তার কাছে।


যুব বিশ্বকাপে খেলার সময় থেকেই ডানহাতি এই অলরাউন্ডারকে এই চোট ভোগাচ্ছিল বলে জানা গিয়েছে। তবে চোট থেকে সেরে ওঠার জন্য তাকে উপায় বাতলে দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎস দেবাশীষ চৌধুরী।


বিসিবির এই চিকিৎসক জানিয়েছেন, হয়তো অস্ত্রোপচারও করাতে হতে পারে তরুণ ক্রিকেটারকে। তিনি বলেন,



promotional_ad

“ডান কাঁধের এই ইনজুরি অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই ওকে ভোগাচ্ছে। চিকিৎসাও হয়েছে। তবে মোটামুটি ম্যানেজেবল অবস্থায় ছিল। সম্প্রতি ওর থ্রোয়িংয়ে সমস্যা হচ্ছিল। আমরা এমআরএই করিয়েছি, তাতে ওর ল্যাবরাল টিয়ার ধরা পড়েছে। 


আমরা কনজারভেটিভ উপায়ে চেষ্টা করছি ম্যানেজ করার জন্য। আগামী দেড় থেকে দুই মাস চেষ্টা করব ইনজেকশন অথবা ফিজিওথেরাপি দিয়ে ম্যানেজ করতে। এরপরও ব্যথা না কমলে, সমস্যা থেকে গেলে পরবর্তীতে অপারেশনে যেতে হবে।”


এছাড়াও মিরাজের এই ইনজুরি মুস্তাফিজের মতই বলেও জানান এই বিসিবি চিকিৎসক। তিনি আরও বলেন,


“মুস্তাফিজের যে ইনজুরিতে অপারেশন করতে হয়েছে, অনেকটা কাছাকাছি ধরনেরই ইনজুরি এটা। মুস্তাফিজের সময় কনজারভেটিভ উপায়ে চেষ্টা করেছিলাম। 


সফল না হওয়াতে পরে অপারেশন করাতে হয়। মিরাজেরও আগে কনজারভেটিভ উপায়ে চেষ্টা করব। এরপর বোঝা যাবে অপারেশন লাগবে কিনা।”



এদিকে মিরাজের ব্যাটিং-বোলিং করতে কষ্ট না হলেও ফিল্ডিংয়ে সমস্যা হচ্ছে বলে জানান  দেবাশীষ চৌধুরী। তিনি আরও জানান, 


“মিরাজের ব্যাটিংয়ের সমস্যা হচ্ছে না। মূল সমস্যা থ্রোয়িংয়ে। বোলিংও করতে পারছে। তবে প্রথম দিকে দুই-তিন ওভার ধুঁকছে। পরে শরীর গরম হলে ব্যথা কমে আসছে। এই পর্যায়ের ক্রিকেটে এ রকম ইনজুরি নিয়ে চলা মুশকিল। আমরা চেষ্টা করব পুরোপুরি ঠিক করে তুলতে। কনজারভেটিভ উপায়ে কাজ না হলে দেড়-দুই মাস পর অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।”


‘কনজারভেটিভ’ পথটা কেমন, সেটির একটি ধারণাও দিলেন বিসিবির প্রধান চিকিৎসক। তিনি আরও জানান,


“শিগগিরই ওকে ‘পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা)’ ইনজেকশন দেওয়া হবে। এই ইনজেকশন দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে। এটার ফল পেতে দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে। আমরা এরপরই জানতে পারব যে কনজারভেটিভ পথে কতটা সফল হতে পারছি।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball