রাশিদ খানদের ছাড়িয়ে গেলেন সাকিব

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের প??রথম ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। ৯ উইকেটে জয় পাওয়ার দিনে ব্যাট হাতে দলের সেরা ব্যাটসম্যান ছিলেন অপেনার শেখর ধাওয়ান।
এদিন ধাওয়ান ব্যাট হাতে দারুণ খেললেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন দলের বোলাররা। বিশেষ করে দলের পেসার সিদ্ধার্থ কউল ছিলেন অসাধারণ।
তবে সব বোলারদের ছাপিয়ে গিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকইফনো'র 'স্মার্ট স্ট্যাটস'র হিসেবে রাজস্থানের বিপক্ষে হায়দ্রাবাদের সবচেয়ে সফল বোলার ছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

পাওয়ার প্লে-এবং ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে সেরা বোলার হয়েছেন তিনি। ইনিংসের ১৪তম ওভারে এসে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরানোরর পাশাপাশি প্রতিপক্ষকে ১২৫'র মধ্যে রুখে দিতে সাহায্য করেছেন সাকিব।
স্মার্ট স্ট্যাটের নিয়ম অনুযায়ী পাওয়ার প্লে, মিডেল ওভার এবং ডেথ ওভারে বোলারের ফিগার এবং ইকোনমি রেটের বিবেচনায় এই পুরস্কার দেয়া হয়।
পাওয়ার প্লে-তে রাজস্থান ৪৮ রান নিয়েছিল। পাওয়ার প্লে-তে মাত্র ১২ রান দিয়েছিলেন সাকিব। বাকিদের ইকোনমি রেট যেখানে ছিল ৮.২ সেখানে সাকিবের ইকোনমি রেট ছিল মাত্র ৪.৮৫