promotional_ad

বড় বিপদে নাসির

promotional_ad

টাইগার অলরাউন্ডার নাসির হোসেনের ইনজুরি গুরুতর। এই ইনজুরি থেকে সেরে উঠার জন্য তাকে  অস্ত্রোপচার করাতেই হবে। অস্ত্রোপচার ছাড়া কোন বিকল্প নেই।


আর অস্ত্রোপচারের পর ডানহাতি এই ব্যাটসম্যানের ঠিক হয়ে মাঠে ফিরতে সময় লাগছে ছয় মাসেরও বেশী। জানা গিয়েছে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে যে, কোথায় করানো হবে এই অলরাউন্ডারের অস্ত্রোপচার। তাই সব মিলিয়ে ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। 


ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর মঙ্গলবার তাঁর এমআরআই রিপোর্ট হাতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি জানিয়েছেন, 


“নাসিরের ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরির আশঙ্কা করা হচ্ছিল। এমআরআই করার পর আমরা নিশ্চিত হতে পেরেছি। ওর অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল পুরোটাই ছিঁড়ে গেছে। যেহেতু পুরোটাই ছিঁড়ে গেছে লিগামেন্ট, এজন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদের।”



promotional_ad

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কোথায় তার অস্ত্রোপচার করা হবে সেটা নিয়ে কথা বলছেন তারা। খুব সম্ভবত অস্ট্রেলিয়া কিংবা থাইল্যান্ড পাঠানো হতে পারে এই অলরাউন্ডারকে। তিনি বলেন,


“আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, কোথায় অস্ত্রোপচারের ব্যবস্থা করা যায়। অস্ত্রোপচার করানোর পর খেলায় ফিরতে ওর মাস ছয়েকের মত সময় লাগবে। আমরা দু-তিন জায়গায় অ্যাপয়েনমেন্ট নিয়ে রাখছি।


 আমাদের সিইও দেশের বাইরে আছেন। উনি ফিরলে সিদ্ধান্ত হবে। আমাদের দেশেই এখন এসিএল রিকনস্ট্রাকশনের খুব ভালো অপারেশন হচ্ছে। তবে আমরা সাধারণত অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, এসব জায়গায় করানোর পরামর্শ দেই। সিদ্ধান্ত দু-একদিনের মধ্যেই হবে।”


সাধারণত লিগামেন্ট ছিঁড়ে গেলে যে কারও সুস্থ হতে কমপক্ষে ছয় মাস সময় লাগে। বিসিবির চিকিৎসক আরও জানিয়েছেন, যত দ্রুত সে অস্ত্রোপচার করাবে তত দ্রুত সে মাঠে ফিরতে পারবে। 



মূলত তাকে বিশ্রামে থাকতে হবে। এখনই যে অস্ত্রোপচার করতে হবে সেটাও কোন কথা নেই। তিনি আরও জানান, 


“যত দ্রুত করা হবে অস্ত্রোপচার, তত দ্রুত খেলায় ফিরতে পারবে। তবে এটা কোনো জরুরি অস্ত্রোপচার না যে এখনই না করলে বড় কোনো ক্ষতি হবে। বিশ্রামে তো এমনিতেই থাকতে হবে। আর বাইরে পাঠালে ভিসা ও অ্যাপয়েনমেন্টের ব্যাপার আছে। কিছু সময় তো লাগবেই।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball