চেন্নাইয়ের মাঠে পারবে তো কলকাতা?

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পঞ্চম ম্যাচে রাতে মাঠে নামছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
দুদলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। যেকারণে নির্ভার হয়েই মাঠে নামবে দু'দলই। তবে চেন্নাই এবং কলকাতা এই দুই দলেরই লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার।
ঘরের মাঠে খেলা হওয়ার কলকাতার চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে ধোনির দল। কারণ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ৭০ শতাংশ ম্যাচে জিতেছে স্বাগতিকরা।

কিন্তু তারপরও প্রতিপক্ষ কলকাতাকে হালকা ভাবে নিচ্ছেনা রায়না-রায়ডুরা। কারণ আন্দ্রে রাসেল-সুনিল নারাইনরা যেকোন সময় ম্যাচের মোড় পাল্টে দিতে পারেন।
ইনজুরির কারণে দলের ব্যাটসম্যান কেদার জাদভকে পাচ্ছেনা চেন্নাই। অন্যদিকে কলকাতা শিবিরে কোন ইনজুরি সমস্যা নেই। যেকারণে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে কেকেআর।
চেন্নাই সম্ভাব্য একাদশঃ : মুরলি বিজয়, শেন ওয়াটসন, সুরেশ রায়না, অাম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, হরভজন সিং, মার্ক উড / লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।
কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্তিক ( অধিনায়ক ও উইকেটরক্ষক ), রিংকু সিং, আন্দ্রে রাসেল, পিজুশ চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব, বিনয় কুমার/ কামালেশ নাগকার্টি।