সেঞ্চুরিতে সাদমান

ছবি:

শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের খেলা। মঙ্গলবার প্রথম দিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাঠে নেমেছে সেন্ট্রাল জোন এবং নর্থ জোন।
ম্যাচের শুরুতে টসে জিতে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ে পাঠান নর্থ জোনের অধিনায়ক নাইম ইসলাম। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে সেন্ট্রাল জোনের দুই ওপেনার সাদমান ইসলাম অনিক এবং সাইফ হাসান।

ব্যাট করতে নেমে দুই ওপেনার দলকে উড়ন্ত সূচনা এনে দেন। নর্থ জোনের বোলারদের বিপক্ষে দেখে শুনে খেলে স্কোরবোর্ডে রান তুলতে থাকেণ দুজনই। দুজনই দেখা পান ফিফটি।
ফিফটি হাঁকানোর পরও থেমে যায়নি এই দুজনকে। বিশেষ করে সাদমান ইসলামকে। দুর্দান্ত ব্যাটিং করে বাঁহাতি এই ওপেনার ইতিমধ্যে তুলে নিয়েছেন শতক। ১০০ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন তিনি।
তার সঙ্গী সাইফ হাসানও সেঞ্চুরির পথে হাঁটছেন। ৮২ রানে ব্যাট করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সেন্ট্রাল জোনের সংগ্রহ বিনা উইকেটে ১৮৬ রান।