গুরুতর ইনজুরিতে নাসির হোসেন

ছবি:

গুরুতর ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। মূলত তার ইনজুরি হাটুতে। ধারণা করা হচ্ছে এই ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
হাটুতে চোট পাওয়ার পর প্রথমে তার প্রাথমিক পর্যবেক্ষণ করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, 'ডানহাতি এই অলরাউন্ডারের লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে।'
শুধু তাই নয় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। যদি সেটা হয় তাহলে কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে নাসিরকে।

এমনকি সেরে ওঠার জন্য অস্ত্রোপচারও করাতে হতে পারে তাকে। এমআরআই করাতে বর্তমানে রাজধানীর অ্যাপালো হাসপাতালে অবস্থান করছেন তিনি। দেবাশীষ চৌধুরী আরও জানান,
'এমআরআই রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হতে পারব।' সোমবার স্কচে ভর করে বিসিবি কার্যালয়ে এসেছিলেন এই অলরাউন্ডার। বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে,
ফিটনেস অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন এই অলরাউন্ডার। অন্য আরেকটি একটি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ ক্রিকেট লিগ খেলতে গিয়ে ফুটবল অনুশীলন করার সময় ডান হাঁটুতে চোট পান নাসির।
সুত্রঃ চ্যানেল আই