'হায়দ্রাবাদের স্তম্ভ এবং তুরুপের তাস সাকিব'

ছবি:

উদ্বোধনী ম্যাচ রাজস্থানের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের তুরুপের তাস এবং স্তম্ভ সাকিব আল হাসান। এমনটাই মনে করেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া।
ক্রিকেট নেক্সটকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি। গেল আসরে দলের মিডেল অর্ডার নিয়ে বিপাকে পড়তে হয়েছিল হায়দ্রাবাদকে। যেকারণে সাকিব এবারের আসরে তাদের এই ঘাটটি পূরণ করবেন বলে মনে করেন তিনি।
এছাড়াও দলের বোলিং বিভাগকেও শক্ত করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাটিংয়ের দিক দিয়ে হায়দ্রাবাদ অনেক শক্তিশালী। দলে কেন উইলিয়ামসন,শেখর ধাওয়ান, মানিশ পান্ডে বা সাকিব আছে যারা লক্ষ্য তাড়া করতে পারদর্শী বলে মনে করেন আকাশ।

এছাড়াও সাকিবকে হায়দ্রাবাদের তুরুপের তাস আখ্যায়িত করে সাবেক এই ভারতীয় ওপেনার জানান, সাকিব দলের ভারসাম্য বজায় রাখবে ব্যাটিং এবং বোলিং দিয়ে। তিনি বলেন,
রাজস্থানের বিপক্ষে হায়দ্রাবাদের তুরুপের তাস সাকিব। সে দলে ভারসাম্য নিয়ে আসে। যেকোন অধিনায়ক তার উপর ভরসা রাখতে পারে বোলিংয়ের ক্ষেত্রে। অনায়েসে তাকে দিয়ে ৪ ওভার করাতে পারে।
সে ইকনোমিক বোলিংও করবে। বোলিং বিভাগে মাঝপথে সে দলের স্তম্ভ। ব্যাটিংয়েও তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি।
এছাড়াও সে একজন ফিনিশারের ভূমিকা পালন করতে পারে। তাই এই ম্যাচে হায়দ্রাবাদের তুরুপের তাস হিসেবে সাকিবকেই রাখছি।
হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃঅ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, রিদ্ধিমমান সাহা (উইকেট রক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা