মুখোমুখি দুই বিশ্বসেরা

ছবি:

আইপিএলের ১১তম আসরের জন্য নিলামে উন্মুক্ত ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই নিলাম থেকেই তাকে দলে ভিড়িয়েছে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজাহর্স হায়দ্রাবাদ।
সাকিবকে দলে নেয়ার পেছনে মূল কারণ ছিল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারদর্শী সে। এই কারণে মিডেল অর্ডারে ব্যাটিংয়ের ঘাটতি এবং বোলিংয়ের শক্তি বাড়াতে তাকে দলে ভেড়ায় হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।
২০১১ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলে আসছেন সাকিব। এর আগের সাত আসরে খেলেছেন দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে।

৭ আসরে রান করেছেন ৪৯৮, স্ট্রাইক রেট ১৩০.৩৬। আর উইকেট নিয়েছেন ৪৩টি। তাই সব মিলিয়ে আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। আজ সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দ্রাবাদের জার্সিতে অভিষেক হচ্ছে সাকিবের।
হায়দ্রাবাদে যেমন আছেন বিশ্বসেরা সাকিব তেমনি প্রতিপক্ষ দলে আছেন আরেক বিশ্বসেরা অলরাউন্ডার বেন স্টোকস। আইপিএলে মাত্র এক আসরে খেলার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন এই ইংলিশ ম্যান।
প্রথম আসরে রাইজিং পুনে সুপার জায়নেটসের হয়ে খেললেও এবারের আসরে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ৩১৬ রান এবং ১২ উইকেট নেয়া স্টোকসের লড়াইটা আজ সাকিবের বিপক্ষেই।